রহমত নিউজ 14 May, 2025 09:52 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য-এর হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৪ মে) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান যৌথ বিবৃতিতে একথা বলেন
নেতৃদ্বয় বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও তার আশেপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার চিত্র আজ আবারও স্পষ্ট হয়ে উঠেছে। বারবার শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা হলেও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ধারাবাহিক সংঘটিত হচ্ছে। একটি স্বাধীন রাষ্ট্রে একজন শিক্ষার্থী যদি ক্যাম্পাস সংলগ্ন স্থানে নিরাপদে চলাফেরা করতে না পারে, তবে তা রাষ্ট্র ও প্রশাসনের ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি- সাম্য হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নেতৃদ্বয় আরও বলেন, শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঠেকাতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা নিহত সাম্যর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।